
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ। এর মধ্যেই এল এবারের ঈদুল আজহা। ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে আছে আতঙ্ক। এ বছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ শেষে মোনাজাতে ‘ডেঙ্গু’ থেকে দেশের মানুষের মুক্তির জন্যও প্রার্থনা করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে এক শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদও ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন। ঈদের দিনে রাজধানীর শিশু হাসপাতালের বেডে কেমন কাটছে ডেঙ্গু আক্রান্ত শিশুদের ঈদ… হাতে ক্যানোলা নিয়ে কেউ হাসছে, কেউ মনমরা হয়ে বসে আছে, কেউবা জ্বর-ব্যথায় কাতরাচ্ছে।


হাসপাতালের বেডে শুয়েই আয়রা পেয়েছে ঈদের সেলামি, কিন্তু তার শরীরের সঙ্গে মনটিও ভালো নেই।






