ডেঙ্গুতে হাতে ক্যানোলা, মুখে ঈদের হাসি

0
1256
ঈদের দিনে হাসপাতালের বেডে শুয়ে বাবার দেওয়া জামা পেয়ে খুব খুশি আরিবা। সে আজ তিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে ভর্তি
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ। এর মধ্যেই এল এবারের ঈদুল আজহা। ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে আছে আতঙ্ক। এ বছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ শেষে মোনাজাতে ‘ডেঙ্গু’ থেকে দেশের মানুষের মুক্তির জন্যও প্রার্থনা করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে এক শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদও ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন। ঈদের দিনে রাজধানীর শিশু হাসপাতালের বেডে কেমন কাটছে ডেঙ্গু আক্রান্ত শিশুদের ঈদ… হাতে ক্যানোলা নিয়ে কেউ হাসছে, কেউ মনমরা হয়ে বসে আছে, কেউবা জ্বর-ব্যথায় কাতরাচ্ছে।
১ বছর ১০ মাসের মুন আজ তিন দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত
হাসপাতালের বেডে শুয়েই আয়রা পেয়েছে ঈদের সেলামি, কিন্তু তার শরীরের সঙ্গে মনটিও ভালো নেই।

ঈদে দিনভর কথা ছিল ছোটাছুটি করার, আনন্দ করার…
সন্তানকে নিয়ে মায়ের মলিন মুখ
বিন্তির প্লাটিলেট নেমে এসেছে ৫৩ হাজারে, দুর্বল শরীরে কিছুই খাচ্ছে না সে। আজকেই তাকে আইসিইউতে নিতে হবে..
ঈদে কথা ছিল নতুন জামা পরে খেলে বেড়ানোর…
জান্নাতুল ফেরদৌস আজ নয় দিন ধরে হাসপাতালে ভর্তি। একটু ভালো বোধ করায় মা-বাবার সঙ্গে খুনসুটি করছে।
ঈদ উপলক্ষে হাসপাতাল থেকে দেওয়া হয়েছিল বিশেষ খাবার
ছোট্ট শিশু ইসমাইল মোবাইলে দেখছে গরুর ছবি…

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.