ডেঙ্গুতে মারা গেলেন আরও ১৩ জন

0
149
ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তিকে সেবা–শুশ্রূষা দিচ্ছেন এক নার্স। গতকাল দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আটজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৮৩ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৩৮ এবং রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৪৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি আগস্ট মাসেই ২১৫ জন মারা গেলেন। দেশের ইতিহাসে এক মাসের মধ্যে ১৯ দিনে ২১৫ জনের মৃত্যুর ঘটনা প্রথম। আর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে প্রথম আট মাসে এত মানুষের মৃত্যুর তথ্যও এই প্রথম।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৭ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪৯৯ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.