ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আলমগীর

0
662
আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ।

ঢাকাই ছবির শক্তিমান অভিনেতা আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলমগীরের মেয়ে আখি আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় বাবার ডেঙ্গু ধরা পড়ে।

আখি আলমগীর আরও বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা আরও দুই-তিনদিন হাসপাতালে থাকতে বলেছেন।

এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে এক মানববন্ধনে অভিনেতা আলমগীরের সুস্থতায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আলমগীর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি সফল ছিলেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.