ডুবুরির সুরক্ষায় নতুন পোশাক

0
153
গভীর সমুদ্রে ডুবুরিরা

উদ্ধার কিংবা গবেষণায় গভীর সমুদ্রে ডুবুরিরা অনেক সময় বিপদের মুখে পড়েন। পানির শত শত ফুট নিচে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় তাঁদের। এ ধরনের বিপদ সংকুল পরিবেশে কাজ করার জন্য নতুন প্রযুক্তি সুবিধা বিশেষ ডাইভিং স্যুট (পোশাক) এনেছে মার্কিন নৌবাহিনী। সংস্থাটি সম্প্রতি ডিপ সি এক্সপিডিশনারি উইথ নো ডিকম্প্রেশন (ডিসেন্ড) সিস্টেম নামে এ পোশাক সফলতার সঙ্গে পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন করেছে। মার্কিন নৌবাহিনী উদ্ভাবিত এ পোশাক হালকা এবং নমনীয় হলেও গভীর সমুদ্রের তলদেশে পানির চাপ ও অন্যান্য প্রতিকূলতা থেকে পরিধানকারীকে সুরক্ষিত রাখে।  সংস্থাটির নৌ গবেষণা অফিসার ড. স্যান্ড্রা চ্যাপম্যান  বলেন, সাধারণত পানির শত শত ফুট নিচে অভিযান দারুণ চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল। তবে আমরা নতুন কিছু এনেছি, যাতে ডুবুরির অবস্থান জানা কিংবা বিপদে পড়েছে কিনা তা নিশ্চিত হতে রয়েছে ট্রাকিং প্রযুক্তি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.