ডিজিটাল বিজ্ঞাপনে কর নির্দেশনা

0
150
ইউটিউব-গুগল-ফেসবুক

ডিজিটাল মার্কেটিং সম্প্রচার থেকে আয়ের ওপর ১৫ শতাংশ কর কর্তনে সব ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ফলে সব ধরনের সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারে ১৫ শতাংশ কর প্রদান বাধ্যতামূলক হয়ে গেল। বাংলাদেশ থেকে সাধারণত ইউটিউব, গুগল, ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশের (১৯৮৪-এর ৫৬ ধারা) আওতায় ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে ঘোষিত হারে কর কর্তন করবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড গত (১৭ এপ্রিল) সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে। ফলে ডিজিটাল মার্কেটিংয়ে আয়ের ওপর ১৫ শতাংশ আর রেডিও-টেলিভিশনে বিজ্ঞাপন সম্প্রচারে ২০ শতাংশ কর কর্তন করতে হবে। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রদত্ত হারে কর কর্তনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ড আগে নির্দেশনা দিয়ে থাকলেও নতুন ঘোষণার পর তা আর প্রযোজ্য হবে না।

কিন্তু টেলিভিশন বা রেডিওতে প্রচারিত কনটেন্ট বা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং হিসেবে বিবেচ্য হবে না। উল্লেখিত মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার হলেই শুধু তা (অ্যাডভার্টাইজমেন্ট) ব্রডকাস্টিং হিসেবে বিবেচ্য হবে। করহার হবে ২০ শতাংশ।

ইন্টারনেট মাধ্যমে বিজ্ঞাপন প্রচারিত হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন বিপণন, প্রচার, প্রচারণা করা হলে তা ‘ডিজিটাল মার্কেটিং’ হিসেবে বিবেচিত হবে। আগামী ৩০ জুন পর্যন্ত ১৫ শতাংশ হারে কর প্রযোজ্য হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.