ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
এতে বলা হয়, অপারেশন্স বিভাগের সানা শামীনুর রহমানকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, মোহাম্মদ ওসমান গণিকে লজিস্টিকস বিভাগে, গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মোহাম্মদ রিয়াজুল হককে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে, সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপপুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি), গোয়েন্দা গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মুহাম্মদ মাহাবুবুর রহমানকে ডিএমপির ট্রেনিং বিভাগে, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ড. এ এইচ এম কামরুজ্জামানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত এবং প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের মোহাম্মদ শহীদুল্লাহকে অপারেশন্স বিভাগে বদলি করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়, অবিলম্বে এটি কার্যকর হবে।
বদলিকৃত কর্মকর্তাদের তালিকা:যুগ্ম পুলিশ কমিশনার বদলি
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডিওয়্যার ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার।
গতকাল শনিবার...
বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৪ পুরস্কার দিতে মঞ্চে দাবার ‘রানি’
বাংলাদেশের দাবার ‘রানি’খ্যাত রানি হামিদ মঞ্চে উঠলেন। সবার শ্রদ্ধার পাত্র এই ক্রীড়াবিদ বললেন, এবার প্রথম আলো বর্ষসেরা...
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
রোববার...