ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

0
527
পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের এ দুর্ঘটনা হয়।

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

স্থানীয়রা জানান, ডিপজল এন্টারপ্রাইজের একটি বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে খোঁচাবাড়ি এলাকায় দিনাজপুরগামী নিশাত পরিবহনের একটি বাসের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের মধ্যে নিশাত পরিবহনের চালক চায়না (২৮), ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীপুর মালতিচুয়া এলাকার ছুটু মোহাম্মদের ছেলে আব্দুল মজিদ (৫৫),  বালিয়াডাঙ্গী উপজেলার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (৪৫), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গলিরামের স্ত্রী মঙ্গলী রানী (৭০) ও একই এলাকার মনেস্বরের স্ত্রী জবার (৩৫) পরিচয় পাওয়া গেছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান,  দুর্ঘটনাস্থলে নিশাত পরিবহনের  চালকসহ ৫ জন প্রাণ হারান। আহতদের উদ্ধারকরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

দুর্ঘটনার পর ঠাকুরগাঁও-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.