ঠাকুরগাঁওয়ে তিন বাহনের সংঘর্ষে নিহত ৩

0
384
দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সালন্দর ড্যানিশ (ভূতপাড়া) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ মফিদার রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী মিনিবাস, ঢাকাগামী সোনার বাংলা কোচ ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।  দুর্ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়।

মফিদার রহমান জানান, আহত অন্তত ২০ জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায় চিকিৎসক প্রভাস কুমার রায় বলেন, এখন পযর্ন্ত তিনজন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.