ট্রেন থামিয়ে শ্রমিকদের আন্দোলন

0
106
এফডিসি সিগন্যালে ট্রেন থামিয়ে শ্রমিকদের রেললাইন অবরোধ

রাজধানীর এফডিসি সিগন্যালে চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল-যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার সকাল ১০টায় এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে অবস্থান শুরু করেন তারা

আজ রোববার সকালে বিএফডিসি রেলগেটে রেললাইনে ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে শ্রমিকেরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

বিএফডিসি রেলগেট অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল
বিএফডিসি রেলগেট অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল

শ্রমিকেরা বলছেন, বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তাঁরা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। চুক্তি ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে তাঁদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাঁদের স্থায়ী করেনি। বরং তাঁদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়বেন না বলেও জানান তাঁরা।

বৃষ্টির মধ্যে অবরোধ। ছবিটি সকালের
বৃষ্টির মধ্যে অবরোধ। ছবিটি সকালের

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। সমাধান হবে বলে তিনি আশা করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.