ট্রাম্প–ইনফান্তিনো সম্পর্কে নতুন মোড়, ট্রাম্পের ভবনে অফিস খুলল ফিফা

0
36
ট্রাম্প টাওয়ারে ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি প্রদর্শনি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প (বাঁয়ে), ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদোই নফান্তিনোর ইনস্টাগ্রাম হ্যান্ডল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফার ঘনিষ্ঠতা আরও বাড়ছে। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অফিস খুলেছে ফিফা। ম্যানহাটানে ট্রাম্প টাওয়ারের লবিতে সোমবার সন্ধ্যায় ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা সভাপতি ঘোষণাটি দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও। এরিক ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সহসভাপতি। ট্রাম্প টাওয়ারে ফিফার অফিস খোলা নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ফিফা বৈশ্বিক সংস্থা। বৈশ্বিক হতে আগে স্থানীয় হতে হবে। সব জায়গায় থাকতে হবে, তাই আমাদের নিউইয়র্কেও থাকতে হবে। সেটা শুধু এই বছর ক্লাব বিশ্বকাপ ও আগামী বছর বিশ্বকাপের জন্য নয়। ধন্যবাদ এরিক, ধন্যবাদ সবাইকে। প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ।’

নিউইয়র্কে ফিফা কোন বিভাগ খুলবে, তা এখনো জানা যায়নি। ২০২৪ সালে ফ্লোরিডার মায়ামিতেও একটি অফিস খুলেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থার আইনি বিভাগ মায়ামিতে কাজ করছে এবং ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনে সেখানে কিছু জনবল নিয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে ফিফা সভাপতির প্রতি এরিক ট্রাম্প বলেন, ‘নিউইয়র্ক, ট্রাম্প অর্গানাইজেশন, এই ভবনে যাঁরা কাজ করেন—তাঁদের সবার পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে জানাতে চাই, আমরা আপনাদের ভালোবাসি। আমরা সম্মানিত।’

অনুষ্ঠানের একটি মুহূর্তে রোনালদো, ইনফান্তিনো ও এরিক ইনফান্তিনোর ইনস্টাগ্রাম হ্যান্ডল

গত বছর থেকে ট্রাম্পের সঙ্গে নিয়মিতই দেখা যাচ্ছে ইনফান্তিনোকে। হোয়াইট হাউস ও ট্রাম্পের ফ্লোরিডার আবাসস্থলে ইনফান্তিনোকে অনেকবারই দেখা গেছে। এ বছর ট্রাম্পকে নিয়ে মধ্যপ্রাচ্য সফরেও গিয়েছিলেন ইনফান্তিনো। যে কারণে গত মে মাসে প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসে ইনফান্তিনো সময়মতো উপস্থিত হতে না পারায় ইউরোপিয়ান ফুটবলের হর্তাকর্তাদের সমালোচনার শিকার হন। কিন্তু ফিফা সভাপতি মনে করেন, যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপের সফল আয়োজনের স্বার্থে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফুটবল-বাজার বেশ সম্ভাবনাময়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, তিনি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। সাংবাদিকদের ট্রাম্প এ নিয়ে বলেছেন, ‘আমি ম্যাচটিতে থাকব।’ ইনফান্তিনো ট্রাম্প টাওয়ারে ফিফার অফিস খোলার ঘোষণা দেওয়ার এক দিন পর ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকার কথা জানালেন ট্রাম্প।

সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ফিফার ১২১ বছরের ইতিহাসে জুরিখ ছাড়া আর কোথাও অফিস স্থাপনের প্রয়োজন পড়েনি। কিন্তু ইনফান্তিনো সভাপতি হয়ে আসার পর বিভিন্ন জায়গায় এর অফিস খুলেছেন। কানাডার টরোন্টোতেও উপস্থিতি আছে ফিফার। এ ছাড়া প্যারিসেও অফিস আছে, যেটা প্রায় বন্ধ হওয়ার পথে।

ট্রাম্প টাওয়ারের সঙ্গে ফিফার অস্বস্তিকর স্মৃতিও আছে। ফিফার সাবেক নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্রের প্রয়াত ফুটবল প্রশাসক চাক ব্লেজার এ ভবনেই থাকতেন। এক দশক আগে সরকারের তথ্যদাতা হিসেবে তাঁর সাক্ষীতে ফিফায় দুর্নীতির সব খবর বেরিয়ে পড়েছিল এবং পতন হয়েছিল ইনফান্তিনোর পূর্বসূরি সেপ ব্ল্যাটারের। ৫৮ তলার এ ভবনে দুটি অ্যাপার্টমেন্ট ছিল ব্লেজারের। একটিতে তিনি থাকতেন, অন্যটিতে তাঁর পোষা বিড়ালের পাল।

ফিফায় দুর্নীতিতে জড়ানো শুধু ব্লেজারই নন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাবেক প্রধান হোসে মারিয়া মারিনের বিরুদ্ধেও দুর্নীতির তদন্তে তাঁকে এ ভবনে নজরবন্দী করে রাখা হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.