ট্রাফিক আইনে একদিনে ৭৩৪ মামলা, জরিমানা ৩১ লাখ

0
52
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ৭৩৪টি মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ৭৩৪টি মামলা এবং প্রায় ৩১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
রোববার (২২ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে শনিবার (২১ সেপ্টেম্বর) ৭৩৪টি মামলা এবং ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে। জরিমানাকৃত টাকার মধ্যে ৩ লাখ ৩৪ হজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাত-দিন কাজ করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.