ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

0
273
সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা

জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুরে ট্রাকের ধাক্কায় তাসনিমুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকালে জয়পুরহাট-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসনিমুল ইসলাম সদর উপজেলার আদর্শ পাড়া মহল্লার বেল্লাল হোসেনের ছেলে। সে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, সকালে তাসনিমুল বাসা থেকে একটি বাইসাইকেলযোগে স্কুলে যাচ্ছিল। এ সময় স্কুলের সামনে যাওয়ামাত্র ধামইরহাটগামী একটি মাল বোঝাই ট্রাক তাসনিমুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

স্কুলছাত্র নিহতের প্রতিবাদে এবং ঘাতক চালককে গ্রেফতারের দাবিতে ওই স্কুলের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী জয়পুরহাট-ধামইরহাট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে ট্রাকচালককে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.