টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

0
12
টেকনাফে কোস্ট গার্ড
কক্সবাজারের টেকনাফে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় অস্ত্রসহ ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়েছে।
 
শনিবার (৪ জানুয়ারি) কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ সময় উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার ইয়াবা। শনিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। নিহত মোসলেহ উদ্দিন (৩৫) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
নাফ নদীতে আটক চোরাকারবারি
আটকদের নাম-পরিচয় জানায়নি কোস্ট গার্ড। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক এবং পাঁচজন রোহিঙ্গা।
 
কমান্ডার জালাল উদ্দিন বলেন, ভোরে নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে আসা একটি ট্রলার দেখতে পায় কোস্ট গার্ড সদস্যরা। এতে ট্রলারটিতে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। তারা তখন কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। কোস্ট গার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় এক মাদক কারবারি নিহত হয়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা সম্ভব হয়। ট্রলারে থাকা ১৬ জনকে আটক এবং দেশীয় তিনটি বন্দুক, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। লাশ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
 
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মাদক কারবারির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.