টি-২০ চ্যালেঞ্জ: কেমন একাদশ হবে বাংলাদেশের

0
170
হাথুরুসিংহের ক্লাবে বাংলাদেশ দলের পেসাররা।

সাকিব আল হাসানের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে টি-২০ ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। সর্বশেষ ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে। এবার আফগানিস্তান চ্যালেঞ্জ।

ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে ধীর-টার্নিং উইকেটের সুবিধা পেয়েছিল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে যে সুবিধা মিলবে না। বরং বাংলাদেশের কন্ডিশনে স্বাগতিকদের চেয়ে বেশি দাপট দেখাচ্ছেন রশিদ খানরা। সাকিবদের জন্য তাই সিরিজটি চ্যালেঞ্জিং হবে।

ওই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন টি-২০ অধিনায়ক সাকিব। দুই ম্যাচের সিরিজে ব্যাটিং অর্ডার নিয়েই বেশি চিন্তিত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। রান করতে হবে টপ অর্ডারের লিটন দাস, রনি তালুকদার ও নাজমুল শান্তর।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুটি করে ম্যাচে বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলেছে। একটি করে ম্যাচে ছিল তিন স্পিনার ও তিন পেসার। আফগানদের বিপক্ষে দুই স্পিনার নিয়ে ছক সাজারে পারে টিম ম্যানেজমেন্ট।

সাকিব আল হাসানের সঙ্গে থাকতে পারেন আরেক বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। পেস আক্রমণে মুস্তাফিজুর, তাসকিন ও হাসান মাহমুদ খেলছেন নিয়মিত। ওই আক্রমণেই ভরসা রাখতে পারেন সাকিব-হাথুরু।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.