টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লানজারোট দ্বীপ। রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয় অঞ্চলটিতে শনিবার থেকে শুরু হয় টানা বর্ষণ। স্পেনের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী মাত্র দুই ঘণ্টায় ৬ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় দ্বীপটিতে। তৈরি হয় বন্যা পরিস্থিতি। পানিতে তলিয়ে যায় লানজারোটের শতাধিক বাড়িঘর এবং রাস্তাঘাট। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। পানি বন্দিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে চলে উদ্ধার তৎপরতা। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জরুরি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা তুলে নেয়া হয়।
এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি সেতুর নিচে বন্যার পানি খুব জোরে প্রবাহিত হচ্ছে আর আশেপাশের লোকজন ছবি তুলছে। এছাড়া পানিতে ডুবে থাকা রাস্তায় গাড়ি আটকে থাকতেও দেখা যায়।
ল্যানজারোট সরকারের জরুরি পরিষেবার প্রধান ‘এনরিক এস্পিনোসা’ বলেন, আমরা সারারাত কাজ করছি। রাতভর ৩০০ মানুষের ডাকে সাড়া দিয়েছি যার মধ্যে অনেকগুলো আরেসিফ এবং টেগুইসে। কিছু বাড়ি পানিতে ডুবে আছে, আর যা অবশিষ্ট আছে তা প্রচুর পরিমাণে কাদায় পরিপূর্ণ।