মাও সে-তুংয়ের পর চীনের সবচেয়ে ক্ষমতাসীন নেতা হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করলেন শি জিনপিং। টানা তৃতীয় বারের মতো চীনের প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। শুক্রবার দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসে (সংসদ) তার প্রেসিডেন্ট পদের অনুমোদন দেওয়া হয়। খবর রয়টার্সের।
চীনের সংসদের প্রায় তিন হাজার সদস্য ৬৯ বয়সী শি জিনপিংকে আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করেন। এরপর তাকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়। প্রেসিডেন্ট পদে আর কোনো প্রার্থী ছিলেন না। প্রায় এক ঘণ্টা ধরে ভোটগ্রহণ চলে ও ১৫ মিনিটের মধ্যে ইলেক্ট্রনিক ভোট গণনার মাধ্যমে ফলাফল জানানো হয়।
চীনের প্রেসিডেন্টরা দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারতেন। ২০১৮ সালে এ বাধ্যবাধকতা তুলে নেন শি। ওই সময় ধারণা করা হয়েছিল- তৃতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় থাকবেন শি।
গত বছরের অক্টোবরে ক্ষমতাসীন কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে ৫ বছরের জন্য পুনর্নিবাচিত হন শি।