সৌন্দর্যে আর অভিনয়ে বয়সকে আটকে রেখেছেন জয়া। বয়স চল্লিশের ঘরে এলেও নিজেকে আটকে রেখেছেন সেই ২৫ এর ঘরেই। সৌন্দর্যে, অভিনয়ে আবিষ্ট করে রাখছেন অনুরাগীদের। এই জয়া শনিবার হুট করেই জানালেন নতুন খবর।
জানালেন, ‘বিজয়া’, ‘বিসর্জন’ সিনেমাগুলোর পর এবার ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে আসছেন তিনি। নির্মাতা সেই কৌশিক গঙ্গোপাধ্যায়। যিনি ‘বিজয়া’ও ‘বিসর্জন’ বানিয়েছেন।
সিনেমাটিতে যে জয়া অভিনয় করছেন সে খবর পুরোনো। সেটা ২০১৯ সালের খবর। সে বছরই শুরু হয়েছিল শুটিং। মাঝখানে বেশ ক’বছর নিশ্চুপ। শনিবার পোস্টার শেয়ার করে জয়া জানালেন, চলতি বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সঙ্গে ক্যাপশনে লিখলেন ‘সত্যি কি অর্ধেক হয়?’
- হিন্দি ছবিতে জয়া আহসান, বলিউডের আরও যারা থাকছেন
সিনেমাটিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে এখানে একদম নতুন ভাবে দেখা যাবে। জানা গেছে, এখানে তাকে গায়কের ভূমিকায় দেখা যাবে। পূরবকে এর আগে ‘লক্ষ্মী ছেলে’ সিনেমায় দেখা গেছে। এই সিনেমাতেও তিনি থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
মূলত দুই নারীর জীবনের গল্প বলবে ‘অর্ধাঙ্গিনী’। যেখানে জয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়বে দুই নারীর জীবন, তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প। এখানে চূর্ণী বা জয়ার বিপরীতে কৌশিককে দেখা যাবে কিনা সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে।