জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

0
18
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জুলাই সনদ’-এর খসড়া পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে দলটির পক্ষ থেকে এই মতামত জমা দেওয়া হয়।

এর আগে, রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা বাড়ানো হয়। গত বুধবার কমিশনের কাছে নিজেদের মতামত জমা দেয় বিএনপি। একইদিন বিএনপি ছাড়াও পাঁচটি দল মতামত জমা দেয়।

এরপর বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত প্রদান করে। এছাড়াও জেএসডি, খেলাফত মজলিস, মার্ক্সবাদী বাসদসহ ১১টি দল জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে মতামত প্রদান করে গতকাল।

উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠিয়েছিল। তখন দলগুলোকে ২০ আগস্টের মধ্যে তাদের মতামত জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.