জার্মানির যে যে বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ

0
218
জার্মানির বিশ্ববিদ্যালয়ে ভর্তি

জার্মানির কিছু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পড়ার সুযোগ করে দিয়েছে। পড়তে গেলে বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় আইইএলটিএস চায়। জার্মানির এ বিশ্ববিদ্যালয়গুলোয় আইইএলটিএস ছাড়াই ভর্তি হওয়া যাবে। তবে আইইএলটিএসের বিকল্প একটি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো। আবার কিছু কিছু ক্ষেত্রে ভর্তির পর মিলতে পারে বৃত্তিও। এ ক্ষেত্রে অনেক সময় আন্ডারগ্র্যাজুয়েট শেষে বৃত্তি পাওয়ার সুযোগটা বেশি। পড়াশোনা শেষে অডি, বিএমডব্লিউ, ভক্সওয়াগন ও মার্সিডিজের মতো কোম্পানিগুলোয় চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ২০২৪ সালের ভর্তির জন্য এ সুযোগ পাবেন বিদেশি শিক্ষার্থীরা।

কেন আপনি জার্মানিতে পড়বেন?

জার্মানিকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়ার কিছু আছে। সেগুলো হলো—

  • শীর্ষস্থানীয় জার্মান বিশ্ববিদ্যালয়গুলো বৃত্তির সুযোগ ও স্নাতকের পর কর্মসংস্থান অনেকটাই নিশ্চিত করে
  • ডেন্টাল, মেডিসিন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, আর্কিটেকচার, ব্যবসা ও আইনে পড়ার সুযোগ
  • আন্তর্জাতিক মানের একাডেমিক পাঠ্যক্রম
  • জার্মানিতে নিখরচায় পড়ার সুযোগ। জার্মানিতে এসে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ, এতে DAAD বৃত্তিও পেতে সুবিধা পেতে পারেন।
  • জার্মান ভাষা বিনা মূল্যে শেখার সুযোগ। আর এতে জার্মানিতে কাজ করার সুযোগ তৈরি হবে।

আইইএলটিএস ছাড়াই যে যে জার্মান বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে

বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আইইএলটিএস প্রয়োজন। তবে ইউরোপের দেশ জার্মানিতে এমন অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে, যারা আইইএলটিএস বা অন্য কোনো ভাষা–দক্ষতা পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেয়। এমন জার্মান বিশ্ববিদ্যালয়গুলো হলো—

  • ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন
  • ইউনিভার্সিটি অব সিয়েজেন
  • ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন
  • ইউনিভার্সিটি অব গিজেন
  • ইউনিভার্সিটি অব কোবলেঞ্জ অ্যান্ড ল্যান্ডউ
  • ব্রাউনচেইইউগ ইউনিভার্সিটি অব টেকনোলজি
  • এসলিনজেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স

    জার্মানির বিশ্ববিদ্যালয়ে ভর্তি

আইইএলটিএসের বিকল্প পরীক্ষা কী?

জার্মান বিশ্ববিদ্যালয়গুলোয় আইইএলটিএস ছাড়া ভর্তির সুযোগ আছে। তবে আইইএলটিএসের বিকল্প একটি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো। ভাষা–দক্ষতার প্রমাণ হিসেবেই তারা এ পরীক্ষা নেবে।

  • ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল এমন একটি সনদ জার্মানির বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ সর্বশেষ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সব কোর্স যদি সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়, সেটির সনদ জমা দিতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য।
  • শিক্ষার্থী স্নাতকে সব কোর্স সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে পড়লে আইইএলটিএস লাগবে না। শিক্ষার্থী যদি পিটিই (PTE), টোয়েফল (TOEFL), ডুয়োলিঙ্গো (Duolinguo) বা সিএই (CAE) পরীক্ষার সনদ থাকে, তবে আইইএলটিএস পরীক্ষা দিতে হবে না।
  • কিছু জার্মান বিশ্ববিদ্যালয় আছে, যারা আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.