নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক জয়া আহসানের ভাবনা।
আজ শুক্রবার বিকেলে জামদানি শাড়ি পরিহিত কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে জয়া আহসান লিখেছেন, ‘বর্তমান এবং অতীতের দুই অর্ধাঙ্গিনীর মধ্যকার আবেগের লড়াই। আজ আপনার পাশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে’ফেসবুক থেকে
কলকাতার প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবির প্রচারে তিনি এখন কলকাতায়। দুই নারীর এক অদ্ভুত সম্পর্কের গল্পে নির্মাণ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’। তবে এটি ত্রিভুজ প্রেমের গল্প নয়ফেসবুক থেকে
কৌশিক গাঙ্গুলী পরিচালিত এ ছবিতে জয়া অভিনয় করেছেন মেঘনা মুস্তাফি চরিত্রেফেসবুক থেকে
. ‘আবর্ত’ দিয়ে কলকাতায় অভিনয় শুরু করা জয়া আহসান প্রথমবার কৌশিক গাঙ্গুলীর সঙ্গে কাজ করেন ‘বিজয়া’ ছবিতে। এরপর একই পরিচালকের ‘বিসর্জন’-এও দেখা গেছে তাঁকে। তৃতীয়বারের মতো এই পরিচালকের সঙ্গে কাজ করলেন ‘অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রে। কৌশিক গাঙ্গুলী প্রসঙ্গে জয়ার মত, অসাধারণ একজন নির্মাতা, মানুষ হিসেবেও ভীষণ সংবেদনশীল। নির্মাতা হিসেবে যেমন দারুণ, ঠিক তেমনি অভিনেতা হিসেবেও ফেসবুক থেকে
. ‘অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রে প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন বাংলাদেশের জয়া আহসান ও ভারতের চূর্ণী গাঙ্গুলি। জয়া বললেন, ‘আমাদের পরিচয় অনেক বছরের হলেও এবারই প্রথম আমরা একসঙ্গে অভিনয় করেছি। তবে আমাদের প্রথম কথা হয়েছিল আজ থেকে ছয় বছর আগে “বিসর্জন” সিনেমার সময়। তখন চূর্ণী গাঙ্গুলি আমার লুক সেট করেছিলেন। তারপর সিনেমার আউটডোরে গিয়ে আমাদের বন্ধুত্ব হয়, যা এখনো বিদ্যমান’ফেসবুক থেকে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান বলেছেন, আসন্ন বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং অতীতের দ্বন্দ্বের প্রতিশোধ...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৮ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...