জাপানের প্রশান্ত মহাসাগরের দ্বীপ ইজুর টোরিশিমা অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। খবর- জাপান টাইমস
ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
জাপানের আবহাওয়া এজেন্সির সতর্কতায় বলা হয়েছে, সুনামির কারণে সাগরে পানির ঢেউয়ের উচ্চতা এক মিটার পর্যন্ত হতে পারে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের মূল ভূখণ্ডের উঁচু এলাকায় অবস্থানের পরামর্শ দেওয়া হয়।