জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

0
11
মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধ চত্বর থেকে আওয়ামী লীগের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা–পুলিশ। সোমবার দুপুরে

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার দুপুরে তাঁদের গ্রেপ্তারের পর আশুলিয়া থানায় নেওয়া হয়েছে। পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের ওই সব নেতা-কর্মী স্মৃতিসৌধ চত্বরে জড়ো হলে সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, তাঁর মেয়ে মহিমা রহমান, আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মিল্টন সূত্রধর, টাঙ্গাইলের নাগরপুরের তাইজুল ইসলাম, রংপুরের সাইফুল ইসলাম ওরেফে সিহাব, নওগাঁর সেলিম হোসেন, গোপালগঞ্জের মো. রানা এবং ঢাকার দোহারের সালাউদ্দিন। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও সবাই সাভারের আশপাশের এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমানসহ বেশ কয়েকজন আজ দুপুরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তাঁরা সবাই স্মৃতিসৌধ চত্বরের মূল বেদির অদূরে অবস্থান নেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ শ্রদ্ধাঞ্জলি জানানোর ফুলের তোড়াসহ ওই আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্মৃতিসৌধ চত্বরে জড়ো হয়েছিলেন। সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.