জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার অসন্তোষ

0
9
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস
মিয়ানমার থেকে ২০২১ সালের প‌র আর কোনো রো‌হিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে‌নি- সম্প্রতি জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রকাশিত প্রতিবেদনের জন্য আবাসিক প্রতিনিধিকে ডাকা হ‌য়। এর প্রতিবাদে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার।
 
সোমবার (১৩ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ও জা‌তিসংঘ অনু‌বিভ‌াগের মহাপ‌রিচালক ফেরদৌসী শাহরিয়ার ও তৌ‌ফিক হাসা‌নের উপ‌স্থি‌তিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে এ অসন্তোষের কথা জানা‌নো হ‌য়ে‌ছে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, সম্প্রতি মিয়ানমারের ইউএনএইচসিআর এক‌টি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের প‌র মিয়ানমার থেকে আর কোনো রো‌হিঙ্গ‌া বাংলাদেশে প্রবেশ করে‌নি। মিথ‌্যা তথ‌্য দি‌য়ে প্রতিবেদন প্রকাশ করার ঘটনায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে ডেকে কড়া প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
 
ইউএনএইচসিআরের প্রকাশ করা প্রতিবেদনে ২০২১ সালের প‌র মিয়ানমার থে‌কে আর কোনো রো‌হিঙ্গ‌া প্রবেশ না করার তথ‌্য ছাড়াও বলা হয়েছে, বাংলাদেশ অংশে রোহিঙ্গারা পরিকল্পিতভাবে থাকছে। অন্যদিকে, থাইল্যান্ডের সীমান্তে রয়েছে খণ্ডকালীনভাবে।
 
সূত্র বলছে, বৈঠকে আবাসিক প্রতিনিধিকে বলা হয়েছে, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই, স‌ঠিক তথ‌্য নয়। তবে আবাসিক প্রতিনিধি এ সংক্রান্ত প্রতিবাদ নিয়ে কোনো বক্তব‌্য দেন‌নি।
 
সং‌শ্লিষ্টরা বল‌ছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত কয়েক মাসে মিয়ানমার থেকে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশকারী এসব রো‌হিঙ্গার তা‌লিকা বাংলাদেশের ইউএনএইচসিআর সরকারকে দিয়েছে। শুধু তাই নয়, অনুপ্রবেশকারী এসব রো‌হিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনতে সরকারকে চাপ দিচ্ছে। অথচ সেই সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২১ সালের প‌র মিয়ানমার থে‌কে আর কোনো রো‌হিঙ্গ‌া বাংলাদেশে প্রবেশ ক‌রেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.