আজ পর্দা উঠছে ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সৈকতঘেঁষা কান শহরে ১১ দিনের উৎসবে দেখানো হবে দুনিয়ার নানা প্রান্তের নানা ধাঁচের সিনেমা। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও কান উৎসব এখন সিনেমা বেচাকেনারও বড় কেন্দ্র। ফি বছর উৎসবে হাজির হন চলচ্চিত্র বিপণনের সঙ্গে যুক্ত ১২ হাজারের বেশি মানুষ। এএফপি জানিয়েছে, প্রযোজক, পরিবেশক, নির্মাতা, অভিনয়শিল্পী, আয়োজক মিলিয়ে এবারের উৎসবে ৩৫ হাজারের বেশি মানুষের সমাবেশ হবে
পর্দা নামল ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের, স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’
তারকাবহুল উৎসব
আজ জনি ডেপ অভিনীত সিনেমা ‘জন দ্যু ব্যারি’ দিয়ে উৎসব শুরু হবে। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আলোচিত মামলার পর এ ছবি দিয়েই ফিরছেন অভিনেতা। নিশ্চিতভাবেই তাঁকে ঘিরে উৎসবে অন্য রকম এক আবহ তৈরি হবে। কানে ফিরেছেন মার্টিন স্করসেজিও, তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার’ মুন দিয়ে। ছবিটিতে আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, রবার্ট ডি নিরোর মতো তারকা। হ্যারিসন ফোর্ডের দিকেও থাকবে ভক্ত-দর্শকের চোখ—শেষবারের মতো ইন্ডিয়ানা জোনস চরিত্রে অভিনয় করেছেন তিনি। জেমস ম্যানগোল্ড পরিচালিত ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনিরও প্রিমিয়ার হবে কানে। স্করসেজি ও ম্যানগোল্ড—দুজনেরই কানে অভিষেক হয় কয়েক দশক আগে। ১৯৭৬ সালের উৎসবে দেখানো হয় স্করসেজির ‘ট্যাক্সি ড্রাইভার’, কানে প্রিমিয়ার হওয়া সিনেমাগুলোর মধ্যে এটিকে মনে করা হয় অন্যতম সেরা। অন্যদিকে ১৯৯৫ সালে ম্যানগোল্ডের প্রথম সিনেমা ‘হ্যাভি’ লড়েছিল ক্যামেরা ডি’অর বিভাগে। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে নিজের ছাপ রেখেছিলেন তিনি।
জমজমাট লড়াইয়ের অপেক্ষা
কানের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়বে ২১টি সিনেমা, যার মধ্যে আছেন স্বর্ণপামজয়ী একাধিক পরিচালক। বেশির ভাগ গণমাধ্যম তাই স্বর্ণপামের এই লড়াইকে বলছেন ‘হেভি ওয়েটদের লড়াই’। প্রতিযোগিতা বিভাগে আছে মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসনের ‘অ্যাসটেরয়েড সিটি’। তারকাবহুল সিনেমাটিতে আছেন টম হ্যাংকস, মার্গট রবি, স্কারলেট জোহানসন। স্বর্ণপামের জন্য লড়বে নাটালি পোর্টম্যান, জুলিয়ান মুর অভিনীত টড হেইনসের সিনেমা ‘মে ডিসেম্বর’ও। ২০১৮ সালে ‘শপলিফটারস’ দিয়ে স্বর্ণপাম জিতেছিলেন জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এডা, এবার তিনি লড়বেন ‘মনস্টার’ দিয়ে। দুবার স্বর্ণপামজয়ী কেন লোচ ফিরেছেন ‘দ্য ওল্ড ওক’ নিয়ে, ‘আইএল সোল ডেল’অ্যাভেনিরে’ দিয়ে ফিরছেন আরেক স্বর্ণপামজয়ী নানি মোরেত্তিও। নানির মতো আছেন আরেক ইতালীয় পরিচালক মার্কো বেলুচ্চিও (র্যাপিটো)।
প্রখ্যাত পরিচালকদের মধ্যে আরও আছেন ফিনল্যান্ডের আকি কাউরিসমাকি, ছয় বছর পর ‘ডেড লিভস’ নিয়ে ফিরছেন তিনি। স্বর্ণপামজয়ী তুর্কি নির্মাতা নুরি বিলগে জেলানও জোর প্রতিদ্বন্দ্বিতা করবেন ‘অ্যাবাউট ড্রাই গ্রাসেস’ নিয়ে।
স্বর্ণপামের দৌড়ে সাত নারী নির্মাতা
৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ২১টি সিনেমা, এর মধ্যে রেকর্ড ৭টির পরিচালক নারী। ২০১২ সালের কান উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে কোনো নারী নির্মাতার সিনেমা ছিল না, সমালোচকেরা তাই লিঙ্গবৈষম্য দূর করার পথে এবারের উৎসবকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। কারণ, ইউরোপের ফিল্ম স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে নারী-পুরুষের সংখ্যা প্রায় সমান হলেও ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত মুক্তি পাওয়া ইউরোপীয় সিনেমার মাত্র ২১ শতাংশের পরিচালক নারী। প্রতিযোগিতা বিভাগে থাকা নারী নির্মাতাদের মধ্যে আছেন জাস্টিন ট্রিট, এলিস রোরওয়াচার, জেসিকা হসনার, কথার নেন হানিয়া প্রমুখ।
বলিউডি ঢেউ
কান উৎসবের বিভিন্ন বিভাগে এবার দেখানো হবে বেশ কয়েকটি ভারতীয় সিনেমা। এর মধ্যে মিডনাইট বিভাগে প্রিমিয়ার হবে অনুরাগ কশ্যপের ‘কেনেডি’, ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে দেখানো হবে কানু বেহেলের ‘আগ্রা’। এ ছাড়া ১৯৯০ সালে মুক্তি পাওয়া আরবাম শ্যাম শর্মার ‘ইশানাউ’ও দেখানো হবে। আনুশকা শর্মা, মানুষি ছিল্লারের উৎসবে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন প্রথম সারির বলিউড তারকাদের উৎসবে দেখা যাবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
পেনশন সংস্কার নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বিরুদ্ধে চলমান আন্দোলনের ঢেউ এসে লাগতে পারে কান উৎসবেও। এ শঙ্কা থেকেই উৎসবসংলগ্ন সড়কে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করেছে কান কর্তৃপক্ষ।
একনজরে
উদ্বোধনী সিনেমা: জন দ্যু ব্যারি, ফ্রান্স
সম্মানজনক স্বর্ণপাম: মাইকেল ডগলাস
স্বর্ণপামের লড়াই: ২১ সিনেমা
লালগালিচা: ৬০ মিটার লম্বা, পরিবেশ নিয়ে উদ্বেগ থেকে এবার গলিচার দৈর্ঘ্য কমানো হয়েছে
প্রধান জুরি: রুবেন ওস্টলান্ড
পর্দা নামবে: ২৭ মে