তিন দফা দাবি আদায়ে অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তালা লাগানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবনেও। ঘোষণা করা হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শহীদ সাজিদ ভবনে তালা লাগিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন অনশনরত শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে রোববার সকাল থেকেই অনশন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী। এরই মধ্যে কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। এদিকে, দুপুরে এক সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীদের সাতে একাত্মতা ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
পরে কোষাধ্যক্ষ জানান, বুধবার সকালে সংশ্লিষ্টদের সাথে যৌথ সভায় সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। অনশন কর্মসূচি প্রত্যাহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিন দফা দাবি আদায়ে অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তালা লাগানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবনেও। ঘোষণা করা হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শহীদ সাজিদ ভবনে তালা লাগিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন অনশনরত শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে রোববার সকাল থেকেই অনশন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী। এরই মধ্যে কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। এদিকে, দুপুরে এক সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীদের সাতে একাত্মতা ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
পরে কোষাধ্যক্ষ জানান, বুধবার সকালে সংশ্লিষ্টদের সাথে যৌথ সভায় সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। অনশন কর্মসূচি প্রত্যাহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা...
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড এবং এর পরের সহিংসতার ঘটনায় দ্রুত, পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের...