বিশ্বখ্যাত কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে ৫৭ কোটি ২১ লাখ ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি আদালত। বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার নয়শ’ কোটি টাকা ওই জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন বিচারকরা।
চতুরতার মাধ্যমে আসক্তি সৃষ্টিকারী ব্যথানাশক ওষুধ বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যে মারাত্মক সংকট তৈরির দায়ে প্রসাধনী ও ওষুধের জনপ্রিয় এ ব্র্যান্ডকে গত সোমবার বড় অঙ্কের জরিমানা করা হয়। কোম্পানিটি এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, এ ব্র্যান্ডের একটি ওষুধের মাধ্যমে রাজ্যে আসক্তি তৈরি ও জনস্বাস্থ্যে সংকট তৈরির অভিযোগে জনসন অ্যান্ড জনসনকে ১৭ বিলিয়ন ডলার জরিমানা করার আবেদন করে এ মামলা দায়ের করেন ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের এক পরিসংখ্যানে বলা হয়, আসক্তি সৃষ্টিকারী ওষুধ বা অপিওয়ডের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে ১৯৯৯ থেকে ২০১৭ সালের মধ্যে প্রায় চার লাখ মানুষের মৃত্যু হয়েছে। ২০০০ সালের পর থেকে শুধু ওকলাহোমাতে মারা গেছেন অন্তত ছয় হাজার মানুষ।