জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে গণমাধ্যমে আসা সংবাদের সত্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ। তিনি বলেন, কমিটিতে স্বরাষ্ট্র, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টাসহ উধ্বর্তন কর্মকর্তারা রয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
শারমিন এস মুরশীদ বলেন, প্রকাশ হওয়া হোয়াটসঅ্যাপ ম্যাসেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা কিনা তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এ সময় সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান তিনি।
সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, মন্দিরে হামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হয়েছে। নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার জনবল কাজ করবে। আগামী ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তারা কাজ করবে বলেও জানান তিনি।