নতুন বাংলাদেশে জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা ধারণ করে চলতে হবে। তরুণদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে জনগণের কাছে যেতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) পিপলস পার্টি, ন্যাপ (ভাসানী) ও গণফোরামের লিঁয়াজো কমিটির সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, নতুন বাংলাদেশে যে পরিবর্তন আনা জরুরি সেগুলো জনগণের কাছে তুলে ধরা হবে। তারেক রহমান যে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন তা রাজপথের সব দলকে নিয়েই হবে। এরপর ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা হবে। প্রয়োজনে আরও কিছু যুক্ত হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, একটি মহল বিভিন্ন কারখানা ও ওষুধশিল্প প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা দেশকে স্থিতিশীল রাখতে চাই।