ছোটদের বিশ্বকাপে ‘ভুতুড়ে ক্লাবের’ খেলোয়াড়

0
128
অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে নাইজেরিয়ার অধিনায়ক ড্যানিয়েল বামেয়ি খেলেন এক ‘ভুতুড়ে’ ক্লাবে

বয়সভিত্তিক ফুটবলে খেলোয়াড়ের বয়স নিয়ে নানা বিতর্ক ওঠে। বিভিন্ন দেশের বিরুদ্ধে বেশি বয়সী খেলোয়াড়দের খেলানোর অভিযোগ ওঠে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বয়সভিত্তিক ফুটবলে খেলোয়াড়দের বয়স নিয়ে বেশ কঠোর। অনেক সময় এই অপরাধে সংশ্লিষ্ট দেশকে নির্বাসনে পাঠানোর নজির আছে।

আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। ছোটদের এই বিশ্বকাপে বিতর্ক দেখা দিয়েছে নাইজেরিয়ার অধিনায়ক ড্যানিয়েল বামেয়িকে নিয়ে। বিশ্বকাপে নাইজেরিয়া দুটি ম্যাচ খেলে ফেললেও কথা উঠেছে বামেয়ির ক্লাব নিয়ে। ফিফার কাছে নাইজেরিয়ার যে খেলোয়াড় তালিকা দেওয়া হয়েছে, তাতে বামেয়ির নামের পাশে যে ক্লাবের নাম লেখা, সেই ক্লাবের নাকি অস্তিত্বই নেই! ফিফা এখন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে।

লিভারপুলের আশা মুছে দিয়ে চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেড

আর্জেন্টিনায় চলছে ছোটদের বিশ্বকাপ

নাইজেরিয়া নিজেদের গ্রুপে প্রথম দুই ম্যাচ জিতেছে। গ্রুপ ‘ডি’তে ডমিনিকান প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারানোর পর ইতালিকে ২-০ গোলে হারিয়ে হইচই ফেলে দিয়েছে আফ্রিকার দেশটি। কিন্তু প্রশ্ন উঠেছে দেশটির অধিনায়ক বামেয়িকে নিয়ে। ফিফার কাছে জমা দেওয়া ৫৫ জনের প্রাথমিক তালিকা থেকে নাইজেরিয়া বেছে নিয়েছে চূড়ান্ত স্কোয়াডের ২১ খেলোয়াড়কে। সেই তালিকায় নাইজেরিয়ার প্রত্যেক খেলোয়াড়ের নামের পাশেই তাঁদের ক্লাবের উল্লেখ আছে। বামেয়ির ক্লাব হিসেবে লেখা আছে ‘ইয়াম ইয়াম এফসি’র নাম। কিন্তু নাইজেরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, এই নামে কোনো ক্লাবের অস্তিত্বের কথা তারা জানে না। ক্লাবটি লাগোস না আবুজায়, সেটিও কেউ বলতে পারছে না। এমনকি বামেয়ি ছাড়া ইয়াম ইয়াম এফসিতে খেলা আর কোনো ফুটবলারেরই অস্তিত্ব নেই।

সাইফের নতুন চার বিদেশির দুজন খেলেছেন নাইজেরিয়া জাতীয় দলে

আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে নাইজেরিয়া দল

বামেয়ি সম্প্রতি নাইজেরিয়া জাতীয় দলেও ডাক পেয়েছেন। ১৭ বছর বয়সী এই খেলোয়াড় জাতীয় দলে ডাক পাওয়ার পরপরই তাঁর প্রতি আগ্রহী হয়ে ওঠে নাইজেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম। বামেয়ির গল্পটা জানতে গিয়েই ধাক্কা খেয়েছে তারা। ইয়াম ইয়াম ক্লাবের যে অস্তিত্বই নেই।

যুক্তরাষ্ট্রের সংবাদকর্মী ব্রায়ান সিয়ারেটা নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘নাইজেরিয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য ফিফার কাছে যে খেলোয়াড়–তালিকা পাঠিয়েছে, তাতে বামেয়ির ক্লাব হিসেবে উল্লেখ আছে ইয়াম ইয়াম এফসির। কিন্তু তাদের সংবাদমাধ্যম ওন গোল জানিয়েছে, ইয়াম ইয়াম ক্লাবটি আবুজায় অবস্থিত বলা হলেও স্থানীয় লোকজন এর কোনো অস্তিত্বের প্রমাণ দিতে পারেননি।’

গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে নাইজেরিয়া, হারিয়েছে ইতালিকে

তাহলে কীভাবে নাইজেরিয়া দলে এলেন বামেয়ি! এবারের যুব বিশ্বকাপে নাইজেরিয়া দলের কোচের দায়িত্বে আছেন হোসে পিসেইরো। এই পিসেইরো রিয়াল মাদ্রিদের সহকারী কোচ হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, ‘বামেয়ি দলে এসেছে খুব ভালো খেলোয়াড় হিসেবে। একই মানের অনেক খেলোয়াড় থাকলে কোচ হিসেবে আমি বেছে নেব এমন একজনকে, যার ওপর আমি ভরসা করি। বামেয়ির ওপর আমার ভরসা আছে। তাই তাকে নিয়েছি।’

নাইজেরীয় অধিনায়কের ক্লাব নিয়ে প্রশ্ন ওঠার ব্যাপারে পিসেইরোর মন্তব্য, ‘বামেয়ি প্রতিভাবান খেলোয়াড়। তার বয়স মাত্র ১৭। এতই কম বয়স যে সে এখনো প্রথম বিভাগ লিগে খেলারই সুযোগ পায়নি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.