ছিনতাইকারী চক্র ধরতে গিয়ে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া অস্ত্র

0
9
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ, ছবি: সংগৃহীত

এলাকায় ছিনতাইকারী চক্রের আনাগোনা বেড়ে যাওয়ায় অভিযানে নামে পুলিশ। অভিযানে ছিনতাইকারী চক্রের কাউকে পাওয়া না গেলেও ঝোপের মধ্যে পাওয়া যায় দুটি বিদেশি রিভলবার। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৬টি বুলেট। পরে জানা যায়, এসব অস্ত্র ও বুলেট থানা থেকে লুট হয়েছিল।

আজ বুধবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়। সেখানে কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খাল পাড়ে পড়ে ছিল এসব অস্ত্র ও বুলেট। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছিল। অভিযানে গিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ, ছবি: সংগৃহীত

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এর পর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.