ছাত্রদলের সভাপতি-সম্পাদক পদে লড়বেন ১০৮ জন

0
533
বাংলাদেশ ছাত্রদল

ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে মনোনয়নপত্র কিনেছেন মোট ১০৮ জন। এর মধ্যে ৪২ জন সভাপতি পদে এবং ৬৬ জন সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন।

দুটি পদে মনোনয়ন কেনাদের মধ্যে মাত্র তিনজন নারী। এই তিনজনই সাধারণ সম্পাদক পদের জন্য কিনেছেন। তবে সভাপতি পদের দৌড়ে নেই কোনো নারী। এই তিনজন হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসুরা আলম, বদরুন্নেসা কলেজের নাদিয়া পাবন এবং ডালিয়া রহমান নামে এক ছাত্রদল নেত্রী।

আগামী ১৪ সেপ্টেম্বর বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের এই দুটি পদে নেতা নির্বাচনে জন্য ভোটগ্রহণ হবে। এবার ৫৮০ জন ভোট দেবেন।

যারা মনোনয়নপত্র কিনেছেন তাঁরা আগামী ১৯ ও ২০ আগস্ট তা জমা দিতে পারবেন। বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে আগামী ২ সেপ্টেম্বর।

গত ৩ জুন ছাত্রদলের সর্বশেষ কমিটি ভেঙে দেয় বিএনপি। এই কমিটি গঠন হয়েছিল ২০১৪ সালের ১৪ অক্টোবর। এতে সভাপতি ছিলেন রাজীব আহসান ও সাধারণ সম্পাদক ছিলেন আকরামুল হাসান। আর কমিটিতে মোট ৭৩৬ জনকে পদ দেওয়া হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.