ছাগলটির দাম ৩ লাখ টাকা!

0
621
অলিউল্লাহ তাঁর ছাগলটির নাম দিয়েছেন ‘টাইগার’। দোহার, ঢাকা, ৬ আগস্ট।

কয়েক বছর আগেও লাখ টাকার গরু কিনলে মানুষ দেখতে আসত। আর এখন একটি ছাগলের দামই হাঁকা হচ্ছে তিন লাখ টাকা! ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামে দেখা মিলল ছাগলটির।

ছাগলটির মালিক মো. অলিউল্লাহ। শখ করে তিনি ছাগলটির নাম দিয়েছেন ‘টাইগার’। তিনি ছাগলটির দাম হাঁকাচ্ছেন তিন লাখ টাকা। ছাগলটি বিক্রির জন্য গাবতলী পশুর হাটে নেবেন বলে জানালেন তিনি।

আজ মঙ্গলবার অলিউল্লাহর বাসায় গিয়ে দেখা যায়, বেশ বড় আকারের ছাগলটি দেখতে তাঁর বাসায় ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। আকর্ষণীয় ছাগলটি দেখতে সোনালি রঙের।

অলিউল্লাহ বলেন, তিন বছর ধরে ছাগলটি পুষছেন। তাঁর দাবি, ছাগলটির উচ্চতা চার ফুটের ওপরে। ওজন প্রায় ১২৮ কেজি।

অলিউল্লাহর আশা, প্রত্যাশিত দামেই ছাগলটি বিক্রি করতে পারবেন। দোহার, ঢাকা, ৬ আগস্ট

 

অলিউল্লাহ বলেন, ‘গত বছর কোরবানির পশুর হাটে কয়েকজন ক্রেতা ছাগলটির দাম লাখ টাকার ওপরে বলেছিলেন। কিন্তু বিক্রি করি নাই। ছাগলটি পুষতে আমাকে প্রচুর খরচ করতে হয়েছে। প্রতিদিন আধা কেজি আপেল ও মাল্টা ছাড়াও উন্নত মানের খাবার দিতে হয়েছে।’ এবার ছাগলটির দাম তিন লাখ টাকা হলে বিক্রি করবেন বলে জানালেন তিনি।

অলিউল্লাহ জানালেন, আগামী বৃহস্পতিবার গাবতলীর হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবেন ছাগলটিকে। আশা করছেন, এবার গাবতলী হাটের সেরা ছাগল হবে ‘টাইগার’। টাইগারকে প্রত্যাশামতো দামে বিক্রি করে বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদী অলিউল্লাহ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.