প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছিল স্পেন, ইংল্যান্ড দুই দলই। ২৯ মিনিটে অধিনায়ক ওলগা কারমোনার দেওয়া গোলে ইংল্যান্ডকে ১–০ ব্যবধানে হারিয়ে ট্রফি হাতে তোলে স্পেনের মেয়েরা। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে স্প্যানিশদের উদ্যাপনে ছিল আবেগ আর উল্লাসের সমাহার। ছবিতে দেখে নিন স্পেনের মেয়েদের বিশ্বকাপজয়ের উদ্যাপনের গল্প।

ইংল্যান্ডের অ্যালেসিয়া রুশোদের (বাঁয়ে) বিপক্ষে বল দখলে সর্বোচ্চ চেষ্টাই করতে হয়েছে স্পেনের তেরেসা অ্যাবেলেইরাদের (ডানে),ছবি: এএফপি

ইংল্যান্ডের আক্রমণ রুখতে দেয়াল হয়ে দাঁড়াতে হয়েছে স্পেন গোলরক্ষক কাতালিনা কোলকে,ছবি: এএফপি

ম্যাচ শেষের বাঁশি বাজতেই হতাশায় মাটিতে লুটিয়ে পড়েন ইংল্যান্ডের খেলোয়াড়রা। আবেগাপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরেন স্পেনের মেয়েরা, ছবি: এএফপি

উচ্ছ্বাসে বাঁধনহারা স্পেনের মেয়েরা, ছবি: এএফপি

বিশ্বকাপজয়ের স্মারক হিসেবে জাল কেটে নিচ্ছেন লায়া কোদিনা (ডানে) ও মারিয়া রদ্রিগেজ (বাঁয়ে)ছবি: এএফপি

শিরোপা উদ্যাপনের পোজ ক্যামেরার সামনে, ছবি: এএফপি

পুরস্কার প্রদান মঞ্চে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, স্পেনের রানী লেতিজিয়া (বাম থেকে দ্বিতীয়) ও রাজকুমারী লিওনর (বাঁয়ে), ছবি: এএফপি

এই সেই ফিফা নারী বিশ্বকাপের ট্রফি, ছবি: এএফপি

এই সেই মুহূর্ত। ট্রফিটা হাতে তুলে দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ছবি: এএফপি
হাতে এল বিশ্বকাপ ট্রফি। স্পেনের মেয়েরা এখন বিশ্বচ্যাম্পিয়ন! ছবি: এএফপি

আলোর রোশনাইয়ে ট্রফি নিয়ে উদ্যাপন, ছবি: এএফপি

দেখি তো, ট্রফির নিচের অংশে কী লেখা…। পোডিয়ামে বিশ্বকাপ ট্রফি খুঁটিয়ে–খুঁটিয়ে দেখার চেষ্টা স্পেনের ইভা নাভারো (বাঁয়ে) ও অ্যাইতানা বনমাতির (ডানে), ছবি: এএফপি
বিশ্বজয়ের পদক মুখের ওপর রেখে কাকে যেন ভিডিও কলে দেখাচ্ছিলেন সেরা উদীয়মান সালমা পারায়লুয়েলো, ছবি: এএফপি

এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে … আমরা এখন বিশ্বচ্যাম্পিয়ন! ছবি: এএফপি