ছবিতে ভরা পূর্ণিমার নজরকাড়া চাঁদ

0
152
স্পেনের মালাগায় তোলা চাঁদের ছবি।

‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ/ মরিবার হল তার সাধ।’ চাঁদের সঙ্গে মানবমনের বিষণ্ণতা ও উৎফুল্লতার যোগাযোগ বুঝতে জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা পড়তে হয় না, ভরা পূর্ণিমায় আকাশে তাকালেই চলে। আকাশে তাকিয়ে মুগ্ধ হওয়ার মতোই এক চাঁদ দেখা গেল সোমবার।

এদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেছে দারুণ উজ্জ্বল চাঁদ। জুলাই মাসের এই সুপারমুন বা পূর্ণচাঁদ তিনদিন দেখা যাবে বলে জানিয়েছে নাসা। এই চাঁদ পৃথিবীর চারপাশে নিজের কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকবে। সুপারমুন তখনই ঘটে যখন চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে নিকটতম বিন্দুতে থাকে এবং তার ভরা পূর্ণিমা পর্ব চলে।

ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক নামে আমেরিকার কৃষি ও জ্যোতির্বিদ্যা বিষয়ক জার্নালের তথ্যানুসারে, সোমবার বাংলাদেশে বিকেল ৫টা ৩৯ মিনিটে চাঁদ সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল।

বিবিসি এক আর্টিকেলে গত রোববার ও সোমবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোলা চাঁদের কিছু ছবি পোস্ট করেছে। চলুন দেখে নেওয়া যাক মায়াবী এ চাঁদ।

সোমবার গ্রিসের প্রাচীন টেম্পল অব পজাইডনের ওপর ভরা পূর্ণিমার চাঁদ।

চাঁদের কমলা আভা ধরা পড়েছে ওয়ারউইকশায়ারের স্টকিংফোর্ডে।
নর্দামবাম্বারল্যান্ডের সিয়াটন স্লুইসে পূর্ণিমার চাঁদ।

তুরস্কের ইস্তানবুলে আইয়া সোফিয়া মসজিদের পাশ থেকে তোলা ভরা পূর্ণিমার চাঁদ।
নিউইয়র্কে স্ট্যাচু অব লিবার্টির পাশ থেকে দেখা পূর্ণিমার চাঁদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.