আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির তাগিদ নিয়ে বছর ঘুরে আবারও এসেছিল ঈদুল আজহা। দিনটি শুধু আনন্দের নয়, ত্যাগেরও। ‘আত্মপ্রতারণা আর খেলকা খুলিয়া’ ফেলে ‘মনের পশুরে জবাই করার’ এই ঈদ পালিত হয়েছে বিশ্বজুড়ে।
লক্ষ লক্ষ মুসলিম ঈদুল আজহা উদযাপন করেছেন। গতকাল বুধবার বাংলাদেশ, ভারত, পাকিস্তাসহ অনেক দেশে ঈদ পালিত হয়েছে। তার আগেরদিন বুধবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ আনন্দ উদযাপন হয়েছে। বিশ্বজুড়ে ঈদের নামাজ ও ঈদ আনন্দের ১৬টি ছবি প্রকাশ করেছে গালফ নিউজ। চলুন দেখে নেওয়া যাক।
সংযুক্ত আরব আমিরাতে বুধবার ঈদুল আজহা উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে কোলাকুলি করছেন দুই ব্যক্তি।
ঈদের ছুটিতে পরিবার নিয়ে পার্ক, মল ও অন্যান্য আকর্ষণীয় স্থানে ঘুরতে গেছেন অনেকে।
মক্কায় বুধবার হজপালনকারীরা পবিত্র কাবা তাওয়াফ করেন।
ভারতের নতুন দিল্লিতে পুরোনো কোয়ার্টার জামে মসজিদে বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা।
বুধবার ফিলিপাইনের মেরিকিনা সিটির এক মসজিদে ঈদুল আজহার নামাজে অংশ নেন নারীরা।
বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে মোনাজাতরত এক মুসল্লি।পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ঈদের নামাজ আদায়।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজ আদায় শেষে মোনাজাত করা হয়।
ভারতের দিল্লিতে ঈদের নামাজের পর একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন নাইজেরিয়ান তিন নারী।
ইন্দোনেশিয়ার বান্দা আচেহতে ঈদের নামাজে যোগ দেওয়া নারী ও শিশু।
সুদানের রাজধানী খার্তুমে বুধবার ঈদের নামাজ আদায় করা হয়।
ইরাকের বাগদাদে গত বুধবার পার্কে ঈদের আনন্দ করেন বাসিন্দারা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন বরোর একটি মসজিদের বাইরে গত বুধবার ঈদের নামাজ আদায়ের জন্য অপেক্ষারত মুসল্লিরা।