গত ৮ জুন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘আন্তঃনগর’-এ অভিনয় করে আলোচিত হন নবাগত দুই অভিনয়শিল্পী নিদ্রা নেহা ও প্রান্তর দস্তিদার। মুক্তির এক মাস পরেই এল তাঁদের বিয়ের খবর! প্রথম সিনেমার শুটিংয়ে কীভাবে প্রেমে জড়িয়েছিলেন, সেটাই জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
অনেক দিন ধরেই বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন নিদ্রা নেহা। তবে ‘আন্তঃনগর’ দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন। কারণ জানাতে গিয়ে আগে দেওয়া সাক্ষাৎকারে নেহা বলেন, ‘নাটকের অনেক প্রস্তাব পেয়েছি, ওটিটির প্রস্তাবও পেয়েছিলাম। কোনোটির চিত্রনাট্য পছন্দ হয়নি, কোনোটি অন্য নানা কারণে হয়নি। প্রধান চরিত্রেই অভিনয় করতে হবে, এমন কোনো কথা নেই। আমার কাছে চিত্রনাট্য, নিজের চরিত্রের বিষয়টা গুরুত্বপূর্ণ’অভিনেত্রীর সৌজন্যে
গত বছর ‘আন্তঃনগর’-এর জন্য যখন তাঁরা চূড়ান্ত হন, তখন কেউই কাউকে সেভাবে চিনতেন না। তবে শুটিং শুরুর কিছুদিন পরই পর্দার রসায়ন চলে আসে বাস্তব জীবনেওঅভিনেত্রীর সৌজন্যে
আমাদের দেশের প্রত্যেক মেয়ের পূর্ণিমার মতো হওয়া উচিত : নিদ্রা নেহা
নেহা ও প্রান্তরকে মিলিয়ে দিয়েছে শুটিংয়ের দুই কিস্তির মাঝের তিন মাসের বিরতি। নেহা বলেন, ‘পর্দায় যেহেতু আমরা একে অন্যের বিপরীতে কাজ করছি, তাই নিজেদের মধ্যে বোঝাপড়া, রসায়ন তৈরি করা গুরুত্বপূর্ণ ছিল। তিন মাসের বিরতিতে আমরা নিজেদের চরিত্র নিয়ে কথা বলেছি, অনুশীলন করেছি, কফি শপে বসেছি—এভাবেই একে অন্যের প্রতি ভালো লাগা তৈরি হয়।’চরকির সৌজন্যে
সুনির্দিষ্টভাবে বললে সিনেমার একটি দৃশ্যে প্রান্তরকে দেখে সত্যি সত্যি প্রেমে পড়ে যান নেহা, ‘“আন্তঃনগর”-এ একটা দৃশ্য আছে, প্রান্তর লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করে। ওই দৃশ্যধারণের সময় ও আমার দিকে তাকায়, তখনই ভালো লাগা তৈরি হয়; যাকে বলে প্রথম দেখায় প্রেম’অভিনেত্রীর সৌজন্যে
নেহা ও প্রান্তের দেখা অবশ্য আগেই হয়েছিল কিন্তু পরিচয় হয়নি। প্রান্তর দস্তিদার আগে ছিলেন ক্যামেরার পেছনের মানুষ, একটি সংস্থায় জুনিয়র প্রডিউসার হিসেবে কাজ করতেন। সেই সংস্থায়ও একবার অডিশন দিতে গিয়েছিলেন নেহা। তখন দেখা হলেও আলাপ, পরিচয় হয়নিঅভিনেত্রীর সৌজন্যে
গত বুধবার বিয়ে করেন নেহা ও প্রান্তর। এদিন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। হিন্দু রীতিতে বিয়ের আরও আনুষ্ঠানিকতা বাকি আছে, সেগুলো শিগগির হবে। এদিনের অনুষ্ঠানটি হয়েছে রাজধানীর রমনা কালীমন্দিরে। সেই কালীমন্দির, যেখানে গত বছরের আগস্টে ‘আন্তঃনগর’-এর শুটিংয়ে দুজনের প্রথম কথা হয়েছিলঅভিনেত্রীর সৌজন্যে
বিয়ের পর নিজেদের ক্যারিয়ার নিয়ে আরও মনোযোগী হতে চান দুই নবাগত অভিনয়শিল্পী। চলতি বছরই নেহার আরও দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে UNDP&ERRD-CHT UNDP এর Local Government Initiative on Climate Change (LoGIC) প্রকল্পটি যৌথভাবে ২০২৩ সালের নভেম্বর মাস হতে বাস্তবায়ন চলমান...
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান...