চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা দিয়েছেন হাথুরু

0
58
জাতীয় দলের কোচ হাথুরুসিংহে।

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর টি২০ বিশ্বকাপ তিন ম্যাচ জিতেও সমালোচিত কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে কোচের দেওয়া গেম প্ল্যান নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশের সঙ্গে তার শেষ অ্যাসাইনমেন্ট হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই পর্যন্তই কোচের সঙ্গে চুক্তি আছে বিসিবির।

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসির ওয়ানডে টুর্নামেন্ট নিয়ে কোচ হাথুরুসিংহের পরিকল্পনা পেয়ে গেছে বিসিবি।

জালাল ইউনুস বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না হবে, সেটা নিয়ে কোচ একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিকনির্দেশনা মোতাবেক আমাদের নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা কাজ করছেন। যেহেতু ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্ট, এখনও সময় আছে। কতজনের স্কোয়াড হবে, কোন খেলোয়াড় থাকবে এটা কোচ পরিকল্পনা করবে।’

গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফিরতে চান তামিম ইকবাল। যদিও কয়েকদিন আগে সমকালকে তিনি বলেছেন, এখনও কোনো পরিকল্পনা করেননি। তবে জালাল ইউনুস জানালেন, তামিমকে তারা জাতীয় দলে দেখতে চান।

তার মতে, ‘তামিম ইকবাল ওপেনিংয়ে প্রমাণিত। বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান। আমরা চাই সে ফেরত আসুক। তার পরিকল্পনা জানার জন্য আমরা অপেক্ষা করছি। বোর্ড সভাপতিও তাই বলেছেন। বোর্ড তামিমের ব্যাপারে ইতিবাচক।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.