চুয়েট-কুয়েট-রুয়েটের ভর্তি পরীক্ষা আজ

0
196
চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নিয়ে দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। তিন বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ক্যাম্পাসে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে হচ্ছে এ পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮ হাজার ৩২৬ জন করে।

৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে তিন কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২৪ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী। চুয়েটে আসন ৯৩১টি, রুয়েটে ১ হাজার ২৩৫ এবং কুয়েটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় গ্রুপ ক-তে এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নম্বর। এটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ খ-তে ৭০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ৮ জুলাইয়ের মধ্যে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.