চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৫ জন। খবর এএফপির।
গত মঙ্গলবার চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গুইঝু প্রদেশের শুইচেংতে এই ভূমিধস হয়। এতে সেখানকার ২২টি বাড়ি কাদার নিচে ঢাকা পড়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। শনিবার রাতে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় একটি স্কুলে জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
চীনের পাবর্ত্য অঞ্চলগুলোতে ভারী বর্ষণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।
২০১৭ সালে গুইঝু প্রদেশে ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়।