চার দিনে ১০০ কোটি পার

0
30
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্যে আহান পান্ডে এবং অনীত পড্ডা, ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক

অপ্রত্যাশিত বললেও বাড়াবাড়ি হবে না। মুক্তির মাত্র চার দিনেই ১০৫ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’। যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটি ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও চমক দেখাচ্ছে। অথচ ছবিটির প্রচারে খুব একটা খরচ হয়নি।
১৮ জুলাই মুক্তি পায় ‘সাইয়ারা’। মুক্তির আগেই ছবির ট্রেলার ও গান দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। তবে বক্স অফিসে ছবিটি এমন দুর্দান্ত শুরু করবে, সেটা অনেকেই ভাবেননি।

প্রথম দিন ছবির আয় ছিল ২১ কোটি ৫ লাখ রুপি। দ্বিতীয় দিন ২৬ কোটি ২৫ লাখ, তৃতীয় দিনে ৩৫ কোটি ৭৫ লাখ রুপি। চতুর্থ দিনে অর্থাৎ সোমবার ছবিটির আয় দাঁড়ায় ২২ কোটি ৫০ লাখ রুপি, যা ওপেনিং ডের চেয়েও বেশি। সব মিলিয়ে চার দিনে ‘সাইয়ারা’র আয় দাঁড়িয়েছে ১০৫ কোটি ৭৬ লাখ রুপি।
৪৫ কোটি বাজেটের এ ছবিটি চার দিনেই সারা বিশ্বে প্রায় ১৪৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। খরচ কম হওয়ায় প্রযোজকেরা ইতিমধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছেন।

নবাগত আহান পান্ডে ও অনীত পড্ডা অভিনীত ‘সাইয়ারা’ জুটি দর্শকের মনে দাগ কেটেছে। তাঁদের রসায়ন, মোহিত সুরির কাব্যময় নির্মাণ এবং মুক্তির আগেই জনপ্রিয় হওয়া গান—সব মিলিয়ে ছবিটি দর্শকের হৃদয় জয় করে নিয়েছে। অনেকে বলছেন, বহুদিন পর বড় পর্দায় একটা নতুন রোমান্টিক জুটি দেখলেন দর্শক, যাঁদের প্রতি প্রজন্মের তরুণ–তরুণীরা তীব্র আগ্রহ দেখাচ্ছেন।
এদিকে ‘সাইয়ারা’র সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া অনুপম খেরের ‘তনভি দ্য গ্রেট’ এবং সোনাক্ষী সিনহার ‘নিকিতা রায়’ খুব একটা সুবিধা করতে পারেনি। দুই ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
যেভাবে এগোচ্ছে, তাতে মনে করা হচ্ছে ‘সাইয়ারা’ শিগগিরই ২০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়বে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.