একশ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর প্রাকৃতিক বিষয়বস্তু নিয়ে মানুষের জানাশোনার খোরাক মেটানো ম্যাগাজিন ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ তাদের সর্বশেষ নিজস্ব লেখকদেরও বিদায় করে দিয়েছে। চাকরিচ্যুত লেখকেরা এ তথ্য জানিয়েছেন। খবর: সিএনএন’র।
এ যাত্রায় ঠিক কতজনকে চাকরিচ্যুত করা হয়েছে তা জানা যায়নি। তবে মালিকানা কোম্পানি ওয়াল্ট ডিজনি কোম্পানি সাম্প্রতিক বছরগুলোতে ম্যাগাজিনটির বিভিন্ন বিভাগ থেকে কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করেছে।
২০২২ সালের শেষদিকে ন্যাশনাল জিওগ্রাফিকের ১৭ লাখ সাবস্ক্রাইবার ছিল। এর একজন মুখপাত্র বুধবার এক বিবৃতিতে সিএনএনকে জানান, মাসিক সংখ্যা প্রকাশ চলমান থাকবে। তিনি বলেন, ‘কর্মীসংখ্যায় পরিবর্তন আমাদের কাজে কোনো প্রভাব ফেলবে না।’
মূলত ম্যাগাজিনটির নিজস্ব লেখকেরা কর্মী ছাঁটাইয়ের তথ্য প্রথম গত মঙ্গলবার টুইটারে প্রকাশ করেন।
ম্যাগাজিনটির সাবেক বিজ্ঞান লেখক মিকাইল গ্রেশকো টুইটে লেখেন, ‘আজই ন্যাশনাল জিওগ্রাফিকে আমার শেষ দিন।’
ক্রেইগ ওয়েলচ টুইটারে লেখেন, ‘আমার হাতে ন্যাশনাল জিওগ্রাফিকের নতুন কপি এসেছে, এতে আমার ১৬তম লেখাটি আছে এবং জ্যেষ্ঠ লেখক হিসেবে এটিই আমার শেষ (লেখা)। ন্যাশনাল জিওগ্রাফি তাদের নিজস্ব লেখক সবাইকে চাকরি থেকে ছাঁটাই করেছে।’
সাবেক লেখক নিনা স্ট্রচলিক টুইট করে বলেছেন, ‘ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে পথচলাটা দারুণ ছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, আমি এবং আমার সহকর্মীরাই এর শেষ লেখক হওয়ার ভাগ্য পেয়েছি।’