চাঁদপুরে মেঘনায় ১০ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৪৩

0
53
১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও দুটি স্পিডবোট থেকে ৪৩ জনকে আটক করা হয়েছে মেঘনা নদীতে।

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও দুটি স্পিডবোট থেকে ৪৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, মতলব উত্তরে মেঘনা নদীর নৌ সীমানায় পূর্বেও অবৈধ ড্রেজার ও বাল্কহেডের ওপর অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের যৌথ অভিযান হয়েছে। এ সময় ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোট থেকে ৪৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ বালু বিক্রয় করা ১১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.