‘দ্য ফ্রেঞ্চ কানেকশন, ‘দ্য এক্সরসিস্ট’–খ্যাত অস্কারজয়ী মার্কিন পরিচালক উইলিয়াম ফ্রিডকিন মারা গেছেন। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউমোনিয়ায় ভোগা পরিচালক হৃদ্যন্ত্র বিকল হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পরিচালকের স্ত্রী শেরি ল্যান্সিং বিবিসিকে বলেন, ‘তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বিস্ময়কর স্বামী। তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বিস্ময়কর বাবা। তার একটি বড় বিস্ময়কর জীবন ছিল। কোনো স্বপ্ন অপূর্ণ ছিল না।’
২০১১ সালে মুক্তি পায় ফ্রিডকিনের সিনেমা ‘কিলার জো’। তার পরিচালিত নতুন সিনেমা ‘দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শাল’ চলতি বছর ভেনিস উৎসবে প্রিমিয়ার হবে। তার আগেই চলে গেলেন ফ্রিডকিন।
তার অন্য উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ‘টু লিভ অ্যান্ড ডাই ইন এল.এ.’, ‘সোর্সারার’ ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও টিভি সিরিজের জন্য ভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন ফ্রিডকিন।