চট্টগ্রাম শাহ আমানতে শনিবার সকাল ৬টা থেকে বিমান ওঠানামা বন্ধ

0
145
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। এছাড়াও আন্তর্জাতিক রুটের ফ্লাইট চট্টগ্রাম থেকে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে ৮ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই অবস্থায় শাহ আমানত বিমান বন্দর থেকে কোনো ধরনের ফ্লাইট উঠানামা করবে না। চট্টগ্রাম থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট আজ শনিবার উড়বে না। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই নির্দেশ পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.