বাংলাদেশ কৃতি নারী ফুটবলার ও প্রথম ফিফা রেফারি রাঙ্গামাটির সন্তান এবং বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ জয়া চাকমার নেতৃত্বে এই টুর্নামেন্টটি পরিচালিত হয়েছে।
জয়া চাকমা, ফিফা রেফারি ও নারী ফুটবল কোচ
আজ বিকেলে ৩টায় উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন এবং সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবউল্লাহ (মারুফ)।
বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন
আরো উপস্থিত রয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষি বিদ কাজল তালুকদার, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: রফিকুল ইসলাম, পিএসসি ও পুলিশ সুপার মারুফ আহমেদ প্রমুখ।
রাঙ্গামাটি জেলা ফুটবল দল
ড.মো: জিয়াউদ্দীন বলেন, এটি শুধু একটি খেলা আয়োজন নয়, এটি যুব সমাজের স্বাস্থ্য সচেতন ও সুষ্ঠু বিনোদনের মাধ্যম । বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবলে রয়েছে উজ্জ্বল ইতিহাস, আমাদের প্রত্যন্ত অঞ্চল হতে অনন্য প্রতিভাধারী ফুটবলার উঠে এসেছে ।
বান্দরবান জেলা ফুটবল দল
তিনি আরো বলেন, আমরা চাই খেলাধুলো হোক আমাদের সমাজের একটি ইতিবাচক শক্তি, যা মাদক সহিংসতা ও অসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
খেলার অংশ বিশেষ
খেলার প্রথমার্ধে গোল শুন্য অবস্থায় বিরতিতে চলে যায়। কিন্ত দ্বিতীয়ার্ধে রাঙ্গামাটিকে ১-০ গোলে হারিয়ে বান্দরবান দল বিজয়ী হয়েছে।
উদ্বোধনীতে নৃত্য পরিবেশন করেন রাঙ্গামাটির বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
রাঙ্গামাটির শিল্পীদের সাংস্কৃতিক ডিসপ্লে
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘মোন্থা’। আবহাওয়া অধিদপ্তর সূত্র আজ সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন।
অধিদপ্তরের বিশেষ বার্তায়...
‘নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে’—তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। তা এড়াতে এক বিবৃতিতে বলা হয়েছে, উপদেষ্টা...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রমের একটি অংশকে একশ্রেণির অসাধু ইউটিউবাররা বাজেভাবে...