চট্টগ্রামে এ বছর এইচএসসিতে শিক্ষার্থী ও কলেজের সংখ্যা দুটিই বেড়েছে। এ বছর ২৭৯টি কলেজের ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। গত বছর ২৬৭টি কলেজের ৯৩ হাজার ৮৮৯ শিক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১৭ আগস্ট শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর এইচএসসিতে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়েই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হওয়ার কথা ছিল।
কিন্তু শেষ সময়ে এসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অন্য সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে।
চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্যমতে, এ বছর চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থী ৭২ হাজার ৬২০। এর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৬৭২, ছাত্রী ৩৮ হাজার ৯৪৮। কক্সবাজার জেলায় পরীক্ষার্থী ১৩ হাজার ৩২১; ছাত্র ৫ হাজার ৭৭৩ ও ছাত্রী ৭ হাজার ৫৪৮।
রাঙামাটিতে ৫ হাজার ৫৪০; ছাত্র ২ হাজার ৬৩২ ও ছাত্রী ২ হাজার ৯০৮। খাগড়াছড়িতে ৭ হাজার ১০৮; ছাত্র ৩ হাজার ৪৮৯ ও ছাত্রী ৩ হাজার ৬১৯। এ ছাড়া বান্দরবানে পরীক্ষার্থী ৩ হাজার ৮৭৯; ছাত্র ১ হাজার ৯৬৬ ও ছাত্রী ১ হাজার ৯১৩। মোট ১১৩ কেন্দ্রে পরীক্ষা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য ৫২টি সাধারণ পরিদর্শক দল ও ১০টি বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে।