ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’: নিউজিল্যান্ডে হাজারো মানুষ বিদ্যুৎবিহীন

0
126
ঘূর্ণিঝড় 'গ্যাব্রিয়েল

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’ আঘাত হেনেছে। এতে প্রায় ৪৬ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারণে সোমবার দেশটিতে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি বলেন, প্রচন্ড বাতাস ও ভারী বর্ষণের কারণে সেখানে ‘অনেক খারাপ পরিস্থিতি’ সৃষ্টি হয়েছে। সেখানে ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙ্গে পড়েছে। যদিও ঘূর্ণিঝড়টি তার আগের অবস্থা থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে।

এর কিছুদিন আগেই আকস্মিক বন্যার কারণে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ৪ জন প্রাণ হারায়। সেখানে এখনও পুনরুদ্ধার কাজ অব্যাহত।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেছেন, ‘একটা খারাপ আবহাওয়ার পর আরেকটা খারাপ আবহাওয়ার ঘটনা ঘটছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.