ঘুরে দাঁড়িয়ে জিতেছে বাংলাদেশের যুবারা

0
630
ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে হারিয়েছে ।ফাইল ছবি

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকা ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বৃষ্টি–বাধায় থেমে যায় ২২১ রানে। ছোট হওয়া ম্যাচে পুরো ৩৬ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২২২ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। বৃষ্টির বাগড়ায় বাংলাদেশের জন্য ম্যাচের দৈর্ঘ্য ছোট হলেও লক্ষ্যটা রয়ে যায় প্রায় একই। ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১৮ রানে। তবে ৩ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

১১ রানের মাথায় ওপেনার তানজিদ হাসানকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে মাহমুদুল হাসান জয়কে নিয়ে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন শুরুর ধাক্কা সামাল দেন ভালোভাবেই। ইমন আউট হন ব্যক্তিগত ৫১ রানে। ইমনের আগেই অবশ্য জয় সাজঘরে ফেরেন দলীয় ৫৬ রানের মাথায়। দলের ১১৭ রানের মাথায় ইমন (১১৭/৩) সাজঘরে ফিরলে ফটাফট আরও ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ (১২০/৫)। শেষদিকে আকবর আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় যুবারা। অধিনায়ক আকবর আলী অপরাজিত থাকেন ৪৯ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন ইমন।

 

এ জয়ে ভারতের সমান ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। রানরেটে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.