ঘণ্টার পর ঘণ্টা যে কাজ করতে পারেন যে অভিনেত্রী

0
154
বাণী কাপুর

‘ঘুঙরু’ থেকে ‘নাশে সি চাথ গায়ি’ গানে তাঁর পারফরম্যান্স যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, নাচে কতটা পারদর্শী বাণী কাপুর। ক্যারিয়ারের শুরুর দিকে গতানুগতিক চরিত্র করলেও এখন বৈচিত্র্যে মন এই অভিনেত্রীর। অভিনয় ছাড়া নাচ তাঁর খুব পছন্দের। আজ শনিবার বিশ্ব নৃত্য দিবস। এ উপলক্ষে ভারতীয় গণমাধ্যম মিড ডের সঙ্গে নাচ নিয়ে কথা বলেছেন বাণী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সে কথা।
বাণী কাপুর

বাণীর মতে ভারতে অভিনয়শিল্পীদের শুধু অভিনয়ে পারদর্শী হলেই চলে না, নাচেও সমান দক্ষ হতে হয়। কারণ, বাণিজ্যিক সিনেমার অন্যতম উপাদান নাচ-গান। এ প্রসঙ্গে বাণী বলেন, ‘আমি ভাগ্যবান যে এমন একটা সিনেমা জগতে কাজ করছি, যেখানে নাচ-গান পর্দায় দারুণভাবে উদ্‌যাপন করা হয়। “ঘুঙরু” থেকে “নাশে সি চাথ গায়ি”র মতো হিট গানের অংশ হতে পেরেছি এটিও দারুণ ব্যাপার’ফেসবুক

বাণী কাপুর

নাচে তাঁর দারুণ দক্ষতা দেখা গেলেও নাচে কিন্তু তিনি আনুষ্ঠানিক কোনো প্রশিক্ষণ নেননি!ফেসবুক

২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমায় নাচের প্রয়োজন হয়। তখন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে তিনি নাচ রপ্ত করেন। বাণীর ভাষ্যে, ‘আমি মনে করি, নাচ নিজেকে ভালোভাবে প্রকাশ করার জন্য দারুণ একটা মাধ্যম। নাচ শেখা, প্রতিটি স্টেপ ঠিকঠাক করার চেষ্টা খুবই উপভোগ্য’
২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমায় নাচের প্রয়োজন হয়। তখন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে তিনি নাচ রপ্ত করেন। বাণীর ভাষ্যে, ‘আমি মনে করি, নাচ নিজেকে ভালোভাবে প্রকাশ করার জন্য দারুণ একটা মাধ্যম। নাচ শেখা, প্রতিটি স্টেপ ঠিকঠাক করার চেষ্টা খুবই উপভোগ্য’ফেসবুক
বাণী কাপুর

নাচে নিজের দক্ষতা সম্পর্কে বলতে গিয়ে বাণী জানান, তিনি ঘণ্টার পর ঘণ্টা একই স্টেপে নাচতে পারেন, টুইটার

সামনে বাণীর অভিষেক হবে ওয়েব সিরিজে। যশরাজ প্রযোজিত সিরিজ ‘মণ্ডল মার্ডারস’-এ দেখা যাবে বাণীকে
সামনে বাণীর অভিষেক হবে ওয়েব সিরিজে। যশরাজ প্রযোজিত সিরিজ ‘মণ্ডল মার্ডারস’-এ দেখা যাবে বাণীকে, টুইটার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.