গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে আবার ভালো পারফরম্যান্স সাকিবের

0
168
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে ভালো সময়ই কাটছে সাকিব আল হাসানের

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে ভালো সময়ই কাটছে সাকিব আল হাসানের। বাংলাদেশের অলরাউন্ডার প্রথম ম্যাচে বল হাতে ১৮ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৩ বলে ২৬ রান করেছিলেন। কালও অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি।

টসে জিতে ফিল্ডিং নেয় সাকিবের দল মন্ট্রিয়েল টাইগার্স। প্রতিপক্ষ মিসিসাউগা প্যানথার্সকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ আটকে রাখে তারা। সাকিব ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিবের ৩ উইকেট ও ১৩ বলে ২৬ রান

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় মন্ট্রিয়েল টাইগার্স। কিন্তু ওপেনার ক্রিস লিনের ৪৫ বলে ৬৪ রানের ইনিংসে জয়ের পথেই থাকে তারা। সাকিব ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৪ বলে ৫ চার ও ২ ছয়ে করেছেন ৩৬ রান।

শেষ পর্যন্ত ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মন্ট্রিয়েল টাইগার্স। আগের ম্যাচেও জিতেছিল সাকিবের দল।

ব্যাট হাতে কাল ২৪ বলে ৫ চার ও ২ ছয়ে সাকিব করেছেন ৩৬ রান
ব্যাট হাতে কাল ২৪ বলে ৫ চার ও ২ ছয়ে সাকিব করেছেন ৩৬ রানছবি: গ্লোবাল টি–টোয়েন্টির

আগের ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের পরও ম্যাচসেরা হতে পারেননি সাকিব। কালও ম্যাচসেরার পুরস্কার পাননি বাংলাদেশের অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে প্যানথার্সের ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানের পেসার কালিম সানা।

কাল লিটন দাসেরও খেলা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে তাঁর দল সারে জাগুয়ার্সের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.